Posted by : Unknown Saturday, February 1, 2014

পি.এইচ.পি অ্যান্ড মাই এস.কিউ.এল
একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, ইPHP-MYSQL-Bangla-E-Book-Tutorial-Download-Training-Bangladeshন্টারনেটের পূর্বে আমাদের জীবন কী সত্যিই সহজ ছিল ? অথচ এই ইন্টারনেট আবির্ভাবের দরূণ আমাদের ক্সদনন্দিন জীবন তথা যোগাযোগ ব্যবস্থা, লেখাপড়া, বিনোদন, কেনা-কাটা ইত্যাদি সব কিছুই হয়ে উঠেছে সহজ থেকে সহজোত্তর। মুহূর্তের মধ্যেই ইন্টারনেট তথা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কোন কা“িক্ষত তথ্য কিংবা বিভিনড়ব প্রয়োজন মেটাতে সক্ষম হ‛িছ। শুরূর দিকে এই ওয়েবসাইটগুলো কেবলমাত্র কিছু ডকুমেন্ট ধারণ করত। অথচ, দিন বদলের সাথে সাথে একদিকে যেমন-ওয়েবসাইট ক্সতরির পরিমাণ বৃদ্ধি পা‛েছ, সেইসাথে বিভিনড়ব ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে মানসম্মত এবং উনড়বত তথা ডাইনামিক ওয়েবসাইট ক্সতরির চাহিদাও বাড়ছে। আর পি.এইচ.পি হ‛েছ একটি শক্তিশালী সার্ভার-সাইড স্ত্রিপ্টিং ল্যাংগুয়েজ, যা দিয়ে খুব সহজেই ডাইনামিক কোন ওয়েবসাইট ক্সতরি করা সম্ভব। অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-এর তুলনায় শক্তিশালী, সহজে বোধগম্য এবং ওপেন সোর্স হওয়ায় এর জনপ্রিয়তাও তুঙ্গে। তাছাড়া এটি প্রায় সকল ধরণের অপারেটিং সিস্টেমে (উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স ইত্যাদি) কাজ করে এবং বিভিনড়ব প্রকার ডেটাবেজ (মাই এস.কিউ.এল, ওরাকল, ইনফোরমিক্স, সাইবেস, সলিড ইত্যাদি) সাপোর্ট করে এবং প্রায় সকল ধরণের সার্ভারের (এপাচি,আই.আই.এস ইত্যাদি) সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বের বেশিরভাগ ডাইনামিক ওয়েবসাইটগুলো পি.এইচ.পি তে ক্সতরি করা এবং উপরিউক্ত সুবিধাসমূহের জন্য ওয়েব ডেভেলপারদের কাছে এর চাহিদা μমাগত বৃদ্ধি পা‛েছ। অন্যদিকে ডেটাবেজ হিসেবে পি.এইচ.পি-এর সাথে মাই এস.কিউ.এল সর্বাধিক ব্যবহৃত। ডেটাবেজ হ‛েছ মূলত কিছু প্রোগ্রাম এর সমন্বয়ে গঠিত সফটওয়্যার/অ্যাপিকেশন, যেখানে তথ্যসমূহ (টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি) সংগ্রহ করে রাখা যায়। আর এই তথ্যসমূহ পরিচালনা (তথ্যসমূহে প্রবেশ, নতুন তথ্য সংযোজন, কোন তথ্য মুছে ফেলা ইত্যাদি) করার জন্য আমাদের প্রয়োজন হবে কোন একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস (উইগঝ) এর। আমরা আমাদের বইতে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস (উইগঝ) হিসেবে মাই এস.কিউ.এল ব্যবহার করে দেখাব। উনড়বত সব ফিচার এবং অপশন সমৃদ্ধ মাই এস.কিউ.এল (উইগঝ) অন্যান্য সব ডেটাবেজ সফটওয়্যার থেকে দ্রূত, ব্যবহারে সহজ এবং ওপেন সোর্স হওয়ার কারণে ওয়েব ডেভেলপাররা ডেটাবেজ হিসেবে মাই এস.কিউ.এল কেই প্রাধান্য দিয়ে থাকেন। এটি প্রায় সকল ধরণের অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্য। পি.এইচ.পি এবং মাই এস.কিউ.এল এখন প্যাকেজ সফটওয়্যার আকারে পাওয়া যায়।
ডাউনলোড করুন : http://uploadboy.com/n7zxs5lymcno.html

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Posts

Welcome to My Blog

Popular Post

Blogger templates

Feature

What they says

Blogger templates

Blogger templates

Blogger news

Download

Pages

Powered by Blogger.

Wikipedia

Search results

Pages - Menu

Followers

- Copyright © BD free bookshop -Robotic Notes- Powered by Blogger - Designed by Johanes Djogan -